ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর হাঁসাইগাড়ী বিল
নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে বছরের অর্ধেকের বেশি সময় থাকে পানি। বিল ঘিরে গড়ে উঠেছে জীবন-জীবিকা। প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে ঘুরতে আসেন ভ্রমণপিয়াসীরা। আবার শুষ্ক মৌসুমে চলে ইরি-বোরোসহ রবিশস্যের চাষ। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে পর্যটন এলাকা হিসেবে পরিচিত পাবে হাঁসাইগাড়ী বিল-মত সংশ্লিষ্টদের।