রাজধানী ঢাকা, গঙ্গা বুড়ির কোল ঘেঁষে গড়ে ওঠা এক শহর। ৪০০ বছর পুরনো যার ইতিহাস। যোগাযোগ সমৃদ্ধির জন্য একসময় বুড়িগঙ্গা নদী হয়েই আসতো পণ্য। নদীটির পাড়ে যে ঘাট ও বন্দর- তার নামই সদরঘাট। আর এই ঘাটকে ঘিরেই সম্প্রসারিত হয়েছে মানুষের জীবন-জীবিকা।