সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে দু’জনকে এবং ঢাকা থেকে আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীও গ্রেপ্তার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।