সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড নিক্ষেপ করেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা। স্পিকার জানান, এতে সরকার দলীয় সরকার দলীয় একজন আইনপ্রণেতা স্ট্রোক করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন আরও ২ জন। বিবিসি বলছে, ৪ মাস আগের এক দুর্ঘটনার জেরে শুরু হওয়া ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের জেরে দেশটির বিরোধী নেতারা পার্লামেন্টে এই হামলা চালিয়েছেন।