ফেনীতে বন্যায় তছনছ কৃষিখাত, ক্ষতি ৯শ’ কোটি টাকা
মানবিক বিপর্যয়কর স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর জনপদ। বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। জেলার ছয় উপজেলায় বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৯১৪ কোটি টাকা। তৃতীয় দফায় বন্যায় ছয়টি উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে ৪৫১ কোটি ২০ লাখ টাকার বেশি। এতে প্রায় দুই লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।