প্রায় দুই বছরেও চালু হয়নি সুপার স্পেশালাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা
প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক চিকিৎসা সেবা দিতে বিপুল অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল। তবে ১ বছর ৯ মাস পার হলেও হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। মৌলিক পরীক্ষায় হাতেগোনা কয়েকটি যন্ত্র কালেভদ্রে ব্যবহার হলেও আদতে পরিপূর্ণ সেবা থেকে বঞ্চিত রোগীরা। পুরোদমে সেবা নিশ্চিত ও হাসপাতালটি পরিচালনায় আলাদা আইন প্রয়োজন বলে জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।