ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে ১৭টি স্পিডবোট নিয়ে চাঁদপুর থেকে গেল শিক্ষার্থীরা। প্রায় ৫০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কাজে গেছেন। গতকাল বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বিকেল পর্যন্ত তাঁরা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে নিয়ে যায়। এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে।