শিশু ধর্ষণ: রাষ্ট্রের হেয়ালি ভাব কি উস্কে দিচ্ছে অপরাধীদের!
কিছুই বোঝার বয়স হয়নি এখনও। ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা ঠিক সে সময় মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচার কে কবে পেয়েছে? সে হিসাবে রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের! তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের।