স্ন্যাপড্রাগনের কাস্টম এইট এলিট চিপসহ আসবে ওয়ানপ্লাস ১৩
আগামী সপ্তাহে স্ন্যাপড্রাগন সামিটে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম। চিপসেটটির নাম সম্পর্কে জানা না গেলেও গুঞ্জন রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ বা এইট এলিট নামে আসতে পারে। তবে যে নামেই আসুক ওয়ানপ্লাস ১৩ এ প্রথম এ চিপ ব্যবহার করা হবে।