তুষারশিল্পের সম্প্রসারণে পর্যটন খাতে চীনের সাফল্য
তীব্র তুষারপাত ও হাড়-কাঁপানো শীতেও পর্যটন খাতে সাফল্য পেয়েছে চীন। এবারের শীত মৌসুমে স্কি-রিসোর্টগুলোতে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে গেল বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। মাত্র এক মাসেরও কম সময়ে পর্যটক ও দর্শনার্থীদের থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি ইউয়ান। পর্যটনখাতে এ সাফল্যের পেছনে আছে তুষারশিল্পের সম্প্রসারণ।