'৩০ হাজার হজযাত্রীর ভিসা না হলেও জটিলতা নেই'
চলতি বছরের হজযাত্রার প্রথমদিনের ৭ ফ্লাইটের আড়াই হাজারের বেশি হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। এবার ইমিগ্রেশনসহ সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। তবে খরচ কমলে কোটার পুরো যাত্রীই যেত বলে মনে করেন অনেকে। এদিকে ৩০ হাজার যাত্রীর ভিসা এখনো পর্যন্ত না হলেও জটিলতার কোন শঙ্কা নেই বলে জানান ধর্মমন্ত্রী।