ভিডিও থেকে এআই—সবই হবে প্রিমিয়াম! মেটার নতুন সাবস্ক্রিপশন মডেলে কী কী থাকছে?
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা (Meta) তাদের ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন সেবা (Subscription Service) পরীক্ষার পরিকল্পনা করছে। এই প্রিমিয়াম সুবিধার আওতায় ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার (Exclusive Features) উপভোগ করতে পারবেন।