১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ। জানান, সংবিধান শুধু ১৭ বার সংশোধন নয়, এর মধ্যে দু'বার পুনর্লিখন করা হয়েছে। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভার্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।