পুরনো গৌরব ফিরে পেতে হকি ফেডারেশনের সাহসী পদক্ষেপ
যুব বিশ্বকাপে অংশ নিতে প্রথমবারের মতো বড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল। সে লক্ষ্যে নেদারল্যান্ডস থেকে অভিজ্ঞ কোচ সেগফ্রেড অ্যাইকম্যানকে উড়িয়ে এনেছে হকি ফেডারেশন। কোচ জানেন দেশের সীমাবদ্ধতা, তবে বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে তৈরি করার প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতার জন্য। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ফেডারেশন প্রস্তুতিতে ছাড় দিতে নারাজ।