সেকেন্ডহ্যান্ড বাইক কিনে পড়তে পারেন বিপদে; যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি
বর্তমানে নতুন বাইকের চড়া দামের কারণে অনেকেরই ঝোঁক বাড়ছে সেকেন্ডহ্যান্ড বাইক বা ব্যবহৃত মোটরবাইকের (Second-hand Bike / Used Motorcycle) দিকে। কিন্তু সঠিক সতর্কতা অবলম্বন না করলে কষ্টের টাকায় কেনা বাইকটি আপনার জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আইনি জটিলতা থেকে শুরু করে যান্ত্রিক ত্রুটি—সব মিলিয়ে আপনি পড়তে পারেন চরম ভোগান্তিতে। একটি ব্যবহৃত বাইক কেনার আগে কেবল দাম নয়, বরং এর যান্ত্রিক সক্ষমতা (Mechanical Integrity) এবং আইনি বৈধতা (Legal Authenticity) নিশ্চিত করা জরুরি।