গুগলের নতুন চিপ: পাঁচ মিনিটে ১০ সেপ্টিলিয়ন বছরের কাজ
কল্পনাতীত গতির নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ প্রকাশ্যে আনলো টেক জায়ান্ট গুগল। হালের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার যে সমস্যার সমাধান করতে সময় নেবে ১০ সেপ্টিলিয়ন বছর, সে সমস্যার সমাধান পাঁচ মিনিটে করে দেবে নতুন চিপটি।