সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আরব জোটের আহ্বান
সিরিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ওপর আনা নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে আরব জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান। গতবার (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) কুয়েতে কাউন্সিলের ৪৬তম বৈঠকে আরব দেশের নেতারা আরও বলেন, আঞ্চলিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ বন্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এদিকে সিরিয়ায় নতুন সরকারের উত্থান ও আসাদের পতনের পর আরব ও পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান।