জাতীয় পরিচয়পত্র সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। এমনকি , জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক ও দত্তক নিবন্ধন সবাই চলে আসছে এক ছাতার নিচে। স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে পরিচালিত হবে এসব কার্যক্রম। এরইমধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি।