চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) শিক্ষা ও স্বাস্থ্যখাতে বছরের ভর্তুকির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি। এদিকে দেনা রয়েছে ৪৪০ কোটি টাকা। এ অবস্থায় প্রথম কার্যদিবসেই ভর্তুকি দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার অঙ্গীকার করলেন নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (বুধবার, ৫ নভেম্বর) মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, অপ্রয়োজনীয় লোকবল নিয়োগের বিষয়টিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সংকটে থাকা খাতগুলোতে দ্রুতই পরিবর্তনের আশ্বাস দেন মেয়র।