প্রেমিকের চোখে প্রেয়সীর চেয়েও লাবণ্যময়ী প্যারিস
ফ্রান্সের রাজধানী প্যারিস। প্রেমের নগরী হিসেবে পৃথিবীজোড়া খ্যাতি রয়েছে 'সিটি অফ লাভ' খ্যাত এ শহরটির। প্যারিসে মোহিত হয়ে কবি লিখেছেন অর্ধেক নগরী তুমি, অর্ধেক কল্পনা। এটি কি কেবলই রোমান্টিক শহর নাকি এর বাইরেও আছে আলাদা কোনো তাৎপর্য।