ঠিকাদার-প্রকৌশলীদের গাফিলতিতে ঢাকায় ‘সিংক হোল’ আতঙ্ক, ঝুঁকিতে নগরবাসী
যেকোনো সময় ঢাকার রাস্তায় তৈরি হতে পারে ‘সিংক হোল’, যেকেউ সিংক হোলে পড়ে হারাতে পারে জীবন। ঠিকাদারের অনিয়ম ও প্রকৌশলীদের অবহেলায় তৈরি হয়েছে এমন বিপদের আশঙ্কা। তবে প্রাকৃতিকভাবে সিংক হোল হওয়ার আশঙ্কা নেই বাংলাদেশে। ঠিকাদারের-প্রকৌশলীদের এসব অনিয়ম-অবহেলা রোধ করা গেলে ঢাকার রাস্তায় সিংক হোল হওয়ার ঝুঁকি দূর করা সম্ভব বলে মন্তব্য বিশ্লেষকদের।