নাটোরে চাহিদার বিপরীতে সার সংকট, বিপাকে কৃষক
রবিশস্যের ভরা মৌসুমে চাহিদা বাড়ার সাথে দেখা দিয়েছে সারের সংকট। বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এজন্য সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। যদিও কৃষি বিভাগ বলছে, সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় গোডাউনে বাড়তি সার মজুত রয়েছে। জোরালো তদারকির দাবি চাষিদের।