প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর চতুর্থ শীর্ষ শৃঙ্গ মাউন্ট লোৎসে'র চূড়ায় বাবর আলী। আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫ টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর আলী বিশ্বের চতুর্থ শীর্ষ শিখর মাউন্ট লোৎসে চূড়ায় উঠে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা।