নেত্রকোণার মাঠে চলছে আমন চাষের ব্যস্ততা
নেত্রকোণার মাঠে পুরোদমে চলছে আমন চাষের ব্যস্ততা। জেলার উঁচু ও পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় এই ফসলের চাষ সবচেয়ে বেশি। তবে সার ও বীজের দাম বাড়ায় চাষের খরচ বেড়েছে। চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে ১৮শ' কোটি টাকা। কৃষি বিভাগ বলছে, এই ফসল উৎপাদন ও চাষে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ।