রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট। ফিরিয়ে নিতে চাইবেন না রাশিয়ার জোরপূর্বক দখল করা অঞ্চলগুলো। কিন্তু দিতে হবে পশ্চিমাদের সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য পদ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর প্রায় ৩ বছরের মাথায় এই দাবি করে বসলেন ভলোদিমির জেলেনস্কি। যদিও সামরিক বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কি যেভাবে ন্যাটোর ছাতার নিচে যাওয়ার আশা করছেন, সেটা কখনই সম্ভব না।