সাতক্ষীরায় সাবেক নারী এমপির বাড়িতে সেনা অভিযান; অস্ত্র ও মাদকসহ ছেলে আটক
সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় সে মাদকাসক্ত অবস্থায় ছিল বলেও জানিয়েছে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র। আজ (রোববার, ১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এই অভিযান পরিচালনা করেন।