ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতায় সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে, দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে, এর চালককেও গ্রেপ্তারে তৎপরতা চলছে।