সাকরাইন
ঘুড়ি-ফানুসের বর্ণিল আয়োজনে প্রস্তুত নগরবাসী; আধুনিকতার ভিড়ে রঙ হারাচ্ছে সাকরাইন

ঘুড়ি-ফানুসের বর্ণিল আয়োজনে প্রস্তুত নগরবাসী; আধুনিকতার ভিড়ে রঙ হারাচ্ছে সাকরাইন

দিন পেরোলেই আগামীকাল (বুধবার, ১৪ জানুয়ারি) সাকরাইন। পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব। ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে।

ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব কাল

ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব কাল

আগামীকাল উদযাপিত হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। প্রতিবছর পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করেন পুরান ঢাকার বাসিন্দারা। সবাই শামিল হন এই আয়োজনে। এ উপলক্ষে ঘুড়ি-নাটাইয়ের দোকানগুলোতেও বেড়েছে বেচা-বিক্রি।