ছোটবেলা থেকে পাহাড় টানতো চট্টগ্রামের ছেলে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি বাবর আলীকে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্ঘ জয়ের নেশার কাছে তার সবকিছুই যেনো ম্লান হয়ে গিয়েছিল। কোন কিছুই দমাতে পারেনি তাকে। তাই তো পবর্তারোহনের জন্য ছুটি না পাওয়ায় ২০২২ সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মোটা বেতনের চাকরিও ছেড়ে দিতে কার্পণ্য করেন নি। সবকিছু ছেড়ে পর্বতারোহনে নিজেকে উৎসর্গ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করা পেশায় চিকিৎসক বাবর আলী।