শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার পোপের জ্বর ছিল না, রক্তের রিপোর্টও ভালো ছিল। তবে শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত জটিল এই পরিস্থিতিতে পোপের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।