সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার পাঁচজন কারাগারে
মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।