ইইউর বিরুদ্ধে বাণিজ্যিক-বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ চীনের
চীনের বিভিন্ন কোম্পানির ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইউ) অন্যায্য বাণিজ্যিক ও বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে দেশটি। সাম্প্রতিক এক তদন্ত শেষে এই অভিযোগ তুলেছে চীন। দেশটির পণ্যে সরকারি ভর্তুকি ইউরোপীয় পণ্যের ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ক্ষতি করছে কীনা- তা নিয়ে ব্রাসেলস গত জুলাইয়ে তদন্ত শুরুর পর চীন নতুন করে এ তদন্ত শুরু করে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।