সরকারি-বেসরকারি-অফিস
অফিস-আদালত খোলায় রাজধানীর সড়কে গাড়ির চাপ
সরকারের নির্বাহী আদেশে টানা তিনদিনের ছুটির পর সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক খুলেছে আজ। আর এতে রাজধানীর অধিকাংশ এলাকার সড়কে আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল থেকেই গাড়ির চাপ দেখা গেছে। কোথাও কোথাও তৈরি হয় তীব্র যানজট। গণপরিবহন কম থাকা আর যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় অফিসগামীদের। তবে পুরোদমে দূরপাল্লার যানবাহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের।
![ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী](https://images.ekhon.tv/eid-320x180.webp)
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী
ঈদুল আজহার ছুটি শেষে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাই কর্মস্থলে যোগ দিতে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। তবে আজ এ সংখ্যা কিছুটা বেশি।