পেশাদার সমাজকর্মীর স্বীকৃতির লক্ষে অ্যাক্রিডেশন বডি গঠন সময়ের দাবি: সমাজসেবার ডিজি
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান বলেছেন, পেশাদার সমাজকর্মীর স্বীকৃতির লক্ষে অ্যাক্রিডেশন বডি গঠন এখন সময়ের দাবি। সাইকোসোশ্যাল কাউন্সিলিং বিষয়কে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম হিসেবে আরও শক্তিশালী করণে গুরুত্বারোপের দাবি জানান।