মাছের ঘেরের ওপর মুরগির শেড। মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোরগঞ্জের মাথিয়া বনের কয়েকশ' একর কৃষি জমিতে এভাবেই চলছে সমন্বিত মুরগি ও মাছ চাষ। এর মাধ্যমে মুরগির সেই বিষ্ঠা সরাসরি খাবার হিসেবে খাচ্ছে মাছ। এতে, মাছের দেহে ছড়িয়ে পড়ছে অ্যামোনিয়া গ্যাসের মতো বিষাক্ত উপাদান, যা খেলে শঙ্কা আছে দূরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার।