উপকূলীয় চাষিদের মধ্যে মরিচ চাষে আগ্রহ বাড়ছে
ঝাঁজ ও গন্ধের জন্য বোম্বাই মরিচ সবার পছন্দ। চাহিদা বাড়ায় দিন দিন বাড়ছে এ জাতের মরিচের চাষাবাদ। যেকারণে উপকূলীয় অঞ্চলের কৃষকরা দুর্যোগ সহনশীল পদ্ধতিতে অন্যান্য সবজির পাশাপাশি বোম্বাই মরিচ চাষ শুরু করেছেন। মিলছে সফলতাও। মরিচ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে।