সাজেকে আটকা পড়েছে সাড়ে পাঁচশ' পর্যটক
পাহাড়ের আঞ্চলিক দুই দলের বন্দুকযুদ্ধের ঘটনায় রাঙামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আজ (বুধবার, ৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। এতে ফিরতে না পারায় সাজেকে আটকা পড়েছেন সাড়ে পাঁচশ' পর্যটক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে পর্যটকরা গন্তব্যে ফিরতে শুরু করবেন বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।