বাণিজ্যিক কৃষিতে উৎপাদন বাড়লেও পুঁজি সংকটে প্রান্তিক কৃষক
সনাতন কৃষি বদলে হচ্ছে বাণিজ্যিক কৃষি। যাতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পুঁজি সংকটে প্রান্তিক কৃষক। নানা জটিলতায় ব্যাংক সহায়তা না মেলায় ধারদেনা করে বা চড়া সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করছেন তারা। এমন অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার কারণে ফসল নষ্ট হলে ঘুরে দাঁড়ানোর পথ থাকে না কৃষকদের।