বিজয়ের ৫৪ বছরেও প্রকৃত সম্মান পান নি মুক্তিযোদ্ধো ক্রিকেটার ও ফুটবলাররা
বিজয়ের ৫৪ বছরে স্বাধীন বাংলা ফুটবল দলের সঠিক ইতিহাস জানে না দেশের মানুষ। কারণ দল গঠনে মূল ভূমিকায় থাকা বাংলাদেশ ক্রীড়া সমিতির অস্তিত্ব রক্ষা করতে না পারা। এমনটাই মনে করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। অন্যদিকে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ক্রিকেটারের অভিযোগ বিসিবির দায়িত্ব প্রাপ্তরাও পারেনি যোগ্য সম্মান দিতে তাদের।