কাঠের তৈজসপত্রে কর্মচাঞ্চল্যে ভরপুর যশোরের তেঘরিয়া, বদলে গেছে গ্রামের অর্থনৈতিক চিত্র
যশোর সদর উপজেলার তেঘরিয়া একসময় ছিল কৃষি ও দিনমজুর নির্ভর গ্রাম। কিন্তু এই গ্রাম এখন সুপরিচিত কাঠের তৈরি নানা তৈজসপত্রের জন্য। যেখান আগে সবুজ খেতে কৃষকের শ্রমের দেখা মিলতো, সেখানে দিনভর কারিগরদের কর্মব্যস্ততা ও কাঠকাটা মেশিনের শব্দ। এখানে তৈরি কাঠের পণ্যের চাহিদা ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। ফলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে তেঘরিয়া গ্রামে।