‘সংবিধান সংস্কারের জনমত দীর্ঘস্থায়ী না হলে জন-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না’
সংবিধান সংস্কারের এখনকার জনমত দীর্ঘস্থায়ী না হলে জন-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। পরবর্তী সরকারগুলো নিজেদের মতো করেই পুরোনো সরকারগুলোর মতো সংবিধান তৈরি ও কার্যকরে চেষ্টা করবে। এজন্যই একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভায় অংশীজনেরা এমন মতামত জানিয়েছেন।