সংবিধান সংশোধনী

বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব
বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশন। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদন হস্তান্তর করেন।

গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে নিরাপদ নয় কেউ : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে নিরাপদ নয় কেউ। রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান ইস্যুতে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভাচুর্য়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে ছাত্র-জনতা।