চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা
চুয়াডাঙ্গার সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। উন্মুক্ত স্থানেই ফেলা হচ্ছে ক্ষতিকর ও জীবাণুযুক্ত এসব বর্জ্য। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এ জন্য স্বাস্থ্য বিভাগকে দুষছেন পরিবেশবিদরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে, দৃশ্যমান না থাকলেও সরকারিভাবে জেলার সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে।