জামালপুরের ঐতিহ্যবাহী কাসাঁশিল্প এখন বিলুপ্তির পথে। কালের বিবর্তন, কাঁচামালের মূল্যের বৃদ্ধি ও দক্ষ শ্রমিকের অভাবে হারাতে বসেছে শত বছরের এই শিল্প। অথচ এক সময় বিশ্ব জোড়া খ্যাতি ছিল এই শিল্পের।