রাজধানী ঢাকায় দিনকে দিন উচ্চতা বাড়ছে ইমারতের, তবে ঘনত্ব কমছে খোলা জায়গার। যার সরাসরি প্রভাব পড়ছে নগরবাসীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। খোলা মাঠের অভাবে শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব, আর তরুণরা হারাচ্ছে তাদের সৃজনশীলতাকে।