একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো? কেন লাঠিসোঁটা জড়ো করলো, তদন্ত হওয়া উচিত: মাহদী আমিন
শেরপুরে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ এবং পরবর্তীতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় একপাক্ষিক দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয় উল্লেখ করে স্থানীয় জামায়াতের দায় রয়েছে জানিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি।