মাটির পরিবর্তে পাট ও দড়ি দিয়ে প্রতিমা গড়ে সাড়া
মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। পূজার মূল আনুষ্ঠানিকতা ৯ অক্টোবর ষষ্ঠীপূজা ও দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হলেও, আগামী এক সপ্তাহ উৎসবে মেতে থাকবেন কলকাতাবাসী। মণ্ডপ ও দেবীর সাজসজ্জায় বৈচিত্র্যের জন্য পশ্চিম বাংলার শারদীয় দুর্গাপূজার সুনাম বিশ্বজোড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। মৌলিক ভাবনা, আলোকসজ্জা, অভিনব প্রতিমা- নানা চমক থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়।