মেহেরপুরে আগাম জাতের শিম চাষে লাভবান চাষিরা
মেহেরপুরে আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় শিমের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম থাকায় খুশি তারা। প্রতি বিঘা জমি থেকে খরচ বাদ দিয়ে লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারে চাষিরা। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩শ হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।