এ মাসের ১০ তারিখের মধ্যে দেশের সব জায়গায় পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানালেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (বুধবার, ৫ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বিদায়ী অনুষ্ঠানে তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম। এই বছরের ঈদুল আযহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেয়া হবে। এদিকে সকালেই বঙ্গবভনে শপথ নিয়ে নিজ দপ্তরে যান নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এসময় মৌলিক অধিকার হিসেবে শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবেন বলে জানান তিনি।