শাড়ির বাজারে উৎসবকেন্দ্রিক বাণিজ্যে ভাটা
আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় শাড়ির চাহিদা বেশি থাকায় অন্যান্যবার এই সময়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাজিতপুরের শাড়ির হাট বেচাকেনায় সরগরম থাকে। তবে এবার উৎসবকেন্দ্রিক সেই বাণিজ্যে অনেকটাই ভাটা পড়েছে। তাঁতিরা বলছেন, বাঙালি নারীরা কমিয়েছেন শাড়ির ব্যবহার। এতে শাড়ির বাজারে দেখা দিয়েছে মন্দা। ফলে বাজিতপুরের হাটটি ক্রমেই হারাচ্ছে তার জৌলুস।